প্রতিষ্ঠাতা
পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার উপজেলা শহরের ১০ কিলোমিটার দক্ষিণে ৯নং সাপলেজা ইউনিয়নে ‘সাপলেজা মডেল হাই স্কুল’ অবস্থিত। স্কুলটি মঠবাড়িয়া উপজেলার ৮২ বছরের প্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে স্থানীয় কতিপয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ‘সাপলেজা হাই স্কুল’ নামে এটি জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে আলহাজ্জ মোঃ নূরুল হোসেন মৃধা (নূর হোসেন চেয়ারম্যান নামে পরিচিত) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সকলের হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছেন। তিনি একজন প্রথম শ্রেণির সমাজসেবক ছিলেন। বহু বছর তিনি সাপলেজা ইউনিয়নের চেয়াম্যান ছিলেন। তিনি একজন সদালাপি লোক ছিলেন। তিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে সাপলেজাবাসীর কাছে মাইলফলক হয়ে আছেন। তিনি তার এই কর্মের জন্য সকলের কাছে মরেও আজ অমর হয়ে আছেন।