আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম…..
সাপলেজা মডেল হাই স্কুলের ইতিহাস
পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার উপজেলা শহরের ১০ কিলোমিটার দক্ষিণে ৯নং সাপলেজা ইউনিয়নে বলেশ্বর নদীর কোল ঘেষে সুন্দর ও মনোরম পরিবেশে ‘সাপলেজা মডেল হাই স্কুল’ অবস্থিত। স্কুলটি মঠবাড়িয়া উপজেলার ৮২ বছরের প্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪০ সালে স্থানীয় কতিপয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ‘সাপলেজা হাই স্কুল’ নামে এটি জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে আলহাজ্জ মোঃ নূরুল হোসেন মৃধা (নূর হোসেন চেয়ারম্যান নামে পরিচিত) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সকলের হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছেন। তখন বিদ্যালয় ভবনটি ছিল একখানা গোলপাতার ঘর। আজ এ স্কুলটি একতলা, দোতলা, তিনতলা ও চারতলা পাকা ভবনে সুসজ্জিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। ০১/০১/১৯৬৬ খ্রিঃ তারিখ থেকে বিদ্যালয়টি ৯ম শ্রেণী খোলার অনুমতি পায়। এরপর ০১/০১/১৯৬৭ খ্রিঃ তারিখ বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এবং বিদ্যালয়টির নামকরণ হয় ‘সাপলেজা মডেল হাই স্কুল’। মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব যতীন্দ্র নাথ গুহ (বিএ, বি-টি)(০১/০২/১৯৬৬-৩১/০৩/১৯৬৬) এবং ম্যানেজিং কমিটির প্রথম সভাপতি ছিলেন জনাব আলহাজ্জ মোঃ আবদুল হাকিম (০৪/০২/১৯৫৯—০৮/০৯/১৯৬২)। সাপলেজা মডেল হাই স্কুল ০১/০১/১৯৭২ খ্রিঃ তারিখ বিজ্ঞান বিভাগ এবং ০১/০১/১৯৭৯ খ্রিঃ তারিখ বাণিজ্য বিভাগ (বর্তমানে ব্যবসায় শিক্ষা শাখা) খোলার অনুমতি পায়। ০১/০১/১৯৮০ খ্রিঃ তারিখ কৃষি বিষয় ও ০১/০১/২০০৩ খ্রিঃ তারিখ কম্পিউটার বিষয় খোলার অনুমতি প্রাপ্ত হয়। বিদ্যালয়টি ০১/০৯/১৯৮৫ খ্রিঃ তারিখ থেকে MPO ভুক্ত হয়। বিদ্যালয়টি ০১/০১/২০০৩ খ্রিঃ তারিখ অতিরিক্ত ৫টি শ্রেণী শাখা খোলার অনুমতি পায়। বর্তমানে বিদ্যালয়টিতে ১0টি শ্রেণী শাখা বিদ্যমান। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।